Amit Shah on Mamata: বিএসএফের ভূমিকায় প্রশ্ন তুলছেন, কিন্তু জমি দিচ্ছেন না: শাহ
ABP Ananda LIVE: মুর্শিদাবাদে আগেই বিএসএফ পাঠানোর কথা বলেছিল কেন্দ্র, কিন্তু নিতে চায়নি রাজ্য সরকার: শাহ। 'অপারেশন সিঁদুরে শতাধিক জঙ্গি খতম হয়েছে, কিন্তু দিদির ব্যথা হচ্ছে', মমতাকে কটাক্ষ শাহের। দিদির হয়তো জঙ্গিদের জন্য কষ্ট হচ্ছে। এত দিন বাংলা ভাষা কেন ধ্রুপদী ভাষার স্বীকৃতি পায়নি। মোদি সরকারের উদ্যোগে ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে বাংলা। বাংলায় অবাধে অনুপ্রবেশ চলছে। বিএসএফের ভূমিকায় প্রশ্ন তুলছেন, কিন্তু জমি দিচ্ছেন না। পিসি ও ভাইপো অনুপ্রবেশ আটকাবে না।
অপরাধীদের থেকে ২ পা এগিয়ে থাকতে হবে। এবং অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে উপযুক্ত তথ্য-প্রমাণের সাহায্যে বিচার প্রক্রিয়াকে দ্রুত করতে হবে। গরিব মানুষদের আইনের ওপর আস্থা তৈরি করা ও অল্প সময়ের মধ্যে ন্যায় বিচার পাইয়ে দেওয়াই আমাদের দায়িত্ব। রাজারহাটে CFSL-এর নতুন ভবনের উদ্বোধন করে বার্তা দিলেন অমিত শাহ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, অপরাধের চরিত্র দ্রুত বদলাচ্ছে। অপরাধকে রুখতে অপরাধীদের থেকে ২ পা এগিয়ে থাকতে হবে।রবিবাসরীয় সকালে রাজারহাটে অত্যাধুনিক সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি বা CFSL-এর নতুন ভবনের উদ্বোধন করলেন অমিত শাহ। সেখান থেকে অপরাধের গ্রাফ নিম্মমুখী করতে বেশ কিছু পদক্ষেপের কথা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি, দেশের আইন ব্যবস্থা সংস্কার নিয়ে কেন্দ্রের বেশ কিছু উদ্যোগের কথাও তুলে ধরেন।