BJP News: বিজেপি নেত্রীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ, মাথাভাঙায় জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি।

Continues below advertisement

Coachbehar News: কোচবিহারে বিজেপি নেত্রীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ। কোচবিহারের মাথাভাঙায় জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি। আতঙ্কে বাড়ি ছেড়ে পার্টি অফিসেই আশ্রয় নির্যাতিতা বিজেপি নেত্রীর। নির্যাতিতা বিজেপি নেত্রীর বয়ান রেকর্ড পুলিশের। নির্যাতিতা বিজেপি নেত্রীর সঙ্গে কথা বলবেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি। : রাজ্যে ফের শ্যুটআউট, এবার নিমতায়। উত্তর দমদমের ২৯ নং ওয়ার্ডে শ্যুটআউট। বাড়ির সামনে গুলিবিদ্ধ ব্যক্তি, আশঙ্কাজনক অবস্থায় আর জি করে ভর্তি। অবশেষে বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংহকে রাজ্যে আনল সিআইডি। পাটনার বেউর জেলে বসে বাংলায় একাধিক অপরাধের ঘটনায় অভিযুক্ত সুবোধ। ২০২২ সালে রানিগঞ্জে ডাকাতি থেকে মণীশ শুক্লা খুনেও নাম জড়ায় সুবোধের। বাংলায় খুন-ডাকাতি-সহ বিভিন্ন অভিযোগে নাম জড়ায় সুবোধ সিংহের। বিটি রোডে শ্যুটআউটের পর ব্যবসায়ীকে হুমকির ঘটনাতেও নাম জড়ায় সুবোধের। ডোমজুড়, বজবজের পর হুগলির চণ্ডীতলা, ফের সোনার দোকানে লুঠ। ক্রেতা সেজে দোকানে ঢুকে সোনার গয়না লুঠ। শুধু চোর সন্দেহ বেধড়ক মারধর করাই নয়, প্রমাণ লোপাট করতে কেকের দোকানের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজও ডিলিট করেছেন অভিযুক্তরা। বউবাজারে যুবককে পিটিয়ে খুনের তদন্তে নেমে এমনই তথ্য উঠে এসেছে বলে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। ধৃত ১৪জনের মধ্যে রয়েছে দুই প্রাক্তন ছাত্রও। ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram