
Sukanta Majumder: 'বাংলাদেশ থেকে অনুপ্রাণিত তৃণমূলপন্থীদের কাছে বাড়তি অক্সিজেন',আক্রমণে সুকান্ত
ABP Ananda LIVE : যাদবপুরে ইফতার পার্টি নিয়ে কটাক্ষ সুকান্তর। 'বাংলাদেশ থেকে অনুপ্রাণিত তৃণমূলপন্থীদের কাছে বাড়তি অক্সিজেন'। 'হিন্দু বিরোধী মতাদর্শ অক্ষুণ্ণ রেখে বাম-তৃণমূল অজৈব জোটের সহাবস্থান'। 'দেবী সরস্বতীর প্রবেশ নিষিদ্ধ কিন্তু এসবে মুখে কুলুপ'। ভিডিও পোস্ট করে আক্রমণ বিজেপি রাজ্য সভাপতির।
বারুইপুর পুলিশ সুপারের দফতরের বাইরে বিজেপির প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচিতে অনুমতি হাইকোর্টের । আগামীকাল দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কর্মসূচি শুভেন্দু অধিকারীর । এক হাজার কর্মী সমর্থক নিয়ে কর্মসূচির অনুমতি আদালতের । কর্মসুচিতে ২৫ টি মাইক ব্যবহারের অনুমতি আদালতের । হাসপাতাল এলাকা বাদ দিয়ে ৫০০ মিটার এলাকায় মাইক ব্যবহার করা যাবে, নির্দেশ আদালতের ।'রাজ্যের হাতে প্রচুর দক্ষ পুলিশ আছে' । রাজ্য নিজেই বলেছে যে শেষ কর্মসূচিতে ৪৫০ জন পুলিশকর্মী মোতায়েন ছিলেন'
নন্দীগ্রামে শুভেন্দুর রামমন্দির তৈরির ঘোষণা নিয়ে প্রশ্ন কুণালের
'সাংসদ তহবিলের টাকায় হাসপাতাল তৈরির ঘোষণা করেও কেন রামমন্দির?' নন্দীগ্রামে শুভেন্দুর রামমন্দির তৈরির ঘোষণা নিয়ে প্রশ্ন কুণালের