
BJP News: ছাব্বিশের ভোটের আগে ধর্মই হাতিয়ার! রামনবমীর মিছিল নিয়ে সরকারকে চ্যালেঞ্জ শুভেন্দুর
ABP Ananda Live: মূল-বিজেপির ধর্মযুদ্ধটা শুরু হয়েছিল কদিন আগে থেকেই। এবার রামনবমী নিয়ে শুরু হল নতুন 'ধর্মযুদ্ধ'। ৬ এপ্রিল রামনবমীর দিনেই বিজেপির প্রতিষ্ঠা দিবস। সূত্রের খবর, প্রত্য়েক বিধানসভা কেন্দ্রে রামনবমী পালনের সিদ্ধান্ত নিয়েছে তারা। দলীয় পতাকা না থাকলেও, দায়িত্ব নিতে হবে নেতা-নেত্রীকে। পাশাপাশি শুভেন্দু অধিকারী বলেছেন, ওইদিন এক কোটি হিন্দু পথে নামবে। একইসঙ্গে তাঁর হুঁশিয়ারি, পুলিশ যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধিতে চলে, খেসারত দিতে হবে। পাল্টা কটাক্ষ করে তৃণমূল বলেছে - ভারতীয় জনতা পার্টি হচ্ছে সেই রাক্ষস, যারা সাধুর বেশ ধারণ করে হিন্দুদের টোপ দিয়ে এসেছে।
অপেক্ষা, উদ্বেগের অবসান ঘটিয়ে পৃথিবীতে ফিরলেন সুনীতা উইলিয়ামস। দীর্ঘ সাড়ে ন'মাস পর পৃথিবীর মাটিতে ছুঁলেন সুনীতা, তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোর। ফ্লোরিডা উপকূলে, আটলান্টিক মহাসাগরের উপর তাঁদের নিয়ে নামল SpaceX-এর Crew-9 মহাকাশযান। ওই মহাকাশযানে চেপে পৃথিবীতে ফিরলেন NASA-র নিক হেগ এবং রাশিয়ার ROSCOSMOS-এর অলেকডান্ডার গরবুনভ।
মঙ্গলবারই আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পৃথিবীর উদ্দেশে রওনা দিয়েছিলেন সুনীতারা। দীর্ঘ ১৭ ঘণ্টার যাত্রা শেষে মঙ্গল-বুধ ভোররাত ৩টে বেজে ২৭ মিনিটে পৃথিবীতে এসে পৌঁছন তাঁরা। ফ্লোরিডা উপকূলে, আটলান্টিক মহাসাগরে নামে Crew-9 মহাকাশযানের ক্যাপসুলটি। নিরাপদে অবতরণের জন্য নির্দিষ্ট দূরত্ব থেকে প্যারাশুট দিয়ে ঝুলিয়ে নামানো হয় সেটিকে। সরাসরি জলে অবতরণ করে ক্যাপসুলটি।