ABP News

BJP Protest: দোলে ইন্টারনেট বন্ধ করে অসামাজিক কাজ করানোর অভিযোগে সরকারের বিবৃতির দাবি বিজেপির

Continues below advertisement

ABP Ananda Live: দু'হাজার তেইশে রামনবমীর মিছিল ঘিরে অশান্ত হয়েছিল রাজ্য়ের একাধিক এলাকা। NIA তদন্তেরও নির্দেশ দিয়েছিল আদালত। সেই পুরনো ঘটনার প্রসঙ্গ টেনে পুলিশ-প্রশাসনকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা। বললেন, "দোল পূর্ণিমাতে ১৬৩ ধারা জারি করে, ইন্টারনেট সার্ভিস বন্ধ করে বীরভূম জেলার সাঁইথিয়াতে যে কাণ্ড আজও চালাচ্ছে পুলিশ-প্রশাসন, কীর্ণাহারে যে ঘটনা ঘটেছে, তমলুক, নন্দকুমার-সহ বিচ্ছিন্নভাবে গোটা রাজ্যে যে ঘটনা ঘটেছে, একই ঘটনা রামনবমীতে পুলিশ এবং মুখ্যমন্ত্রী ঘটাতে পারেন।" পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন, "অরিজিনালি এরা একটাও হিন্দু নয়। জীবনে কোনওদিন ওদের পুজো করতে, মন্ত্র পড়তে দেখেছেন! এরা একদম হিন্দুই নয়। এরা মেকি হিন্দু।"

 

অপেক্ষা, উদ্বেগের অবসান ঘটিয়ে পৃথিবীতে ফিরলেন সুনীতা উইলিয়ামস। দীর্ঘ সাড়ে ন'মাস পর পৃথিবীর মাটিতে ছুঁলেন সুনীতা, তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোর। ফ্লোরিডা উপকূলে, আটলান্টিক মহাসাগরের উপর তাঁদের নিয়ে নামল SpaceX-এর Crew-9 মহাকাশযান। ওই মহাকাশযানে চেপে পৃথিবীতে ফিরলেন NASA-র নিক হেগ এবং রাশিয়ার ROSCOSMOS-এর অলেকডান্ডার গরবুনভ।

মঙ্গলবারই আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পৃথিবীর উদ্দেশে রওনা দিয়েছিলেন সুনীতারা। দীর্ঘ ১৭ ঘণ্টার যাত্রা শেষে মঙ্গল-বুধ ভোররাত ৩টে বেজে ২৭ মিনিটে পৃথিবীতে এসে পৌঁছন তাঁরা। ফ্লোরিডা উপকূলে, আটলান্টিক মহাসাগরে নামে Crew-9 মহাকাশযানের ক্যাপসুলটি। নিরাপদে অবতরণের জন্য নির্দিষ্ট দূরত্ব থেকে প্যারাশুট দিয়ে ঝুলিয়ে নামানো হয় সেটিকে। সরাসরি জলে অবতরণ করে ক্যাপসুলটি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram