BJP News: অনলাইনে ৪ কোটিরও বেশি প্রতারণা, কেরল পুলিশের অভিযানে গ্রেফতার যুব বিজেপি নেতা
ABP Ananda Live: কেরল পুলিশের অভিযান , যুব বিজেপি নেতা লিঙ্কন বিশ্বাস গ্রেফতার। অনলাইনে ৪ কোটিরও বেশি প্রতারণা, কেরল পুলিশের অভিযান। কৃষ্ণগঞ্জ থানার সঙ্গে কেরল পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার। ধৃত যুব বিজেপি নেতাকে ট্রানজিট রিমান্ডে কেরল নিয়ে যাচ্ছ পুলিশ।
আরও খবর, নতুন শিক্ষানীতি, অষ্টম শ্রেণি পর্যন্ত ফিরছে পাস-ফেল। অষ্টম শ্রেণি পর্যন্ত ফেল না করার নীতি প্রত্যাহার কেন্দ্রের। এবার থেকে পঞ্চম আর অষ্টম শ্রেণিতে হবে পরীক্ষা। পরীক্ষায় পাস করতে হবে, না পারলে আরেকবার সুযোগ। পরীক্ষায় পাস-ফেল নিয়ে সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। পাস করতে না পারলেও স্কুল থেকে বহিষ্কার নয়। পড়াশোনার মানোন্নয়নের জন্য এই সিদ্ধান্ত: কেন্দ্রীয় শিক্ষা সচিব।
এপার বাংলা থেকে ওপারে নদীপথে পালানোর ছক ছিল জাভেদের, খবর STF সূত্রে। জলপথে ক্যানিং থেকে সুন্দরবন হয়ে বাংলাদেশ বা সন্দেশখালি হয়ে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা ছিল জঙ্গির। ধামাখালি ঘাট থেকে রায়মঙ্গল নদী ধরে হিঙ্গলগঞ্জের হেমনগরে পৌঁছতে পারলে বাংলাদেশ হাতের মুঠোয়। তবে এই পথে BSF-এর নজরদারি বেশি থাকায় বেআইনি পারাপারে সমস্যা। আরেকটি পথ হল, সন্দেশখালি হয়ে খুলনা ঘাটে পৌঁছনো। সেখান থেকে ভাণ্ডারখালিতে গেলেই তিনদিকে নদী পথ। একটি ভাণ্ডারখালি, আরেকটি দুলদুলি, তৃতীয় জলপথ লেবুখালি। গোয়েন্দাদের অনুমান, এই নদীপথেই বাংলাদেশে পালানোর ছক কষেছিল সন্দেহভাজন কাশ্মীরি জঙ্গি।