Nisith Pramanik: 'বহু মানুষ উপকৃত হবেন, কারও নাগরিকত্ব যাবে না', মন্তব্য নিশীথ প্রামাণিকের

Continues below advertisement

Lok Sabha Election: জারি হল CAA-র বিজ্ঞপ্তি। লোকসভা ভোটের (Lok Sabaha Election) আগে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার(Central Government)। এর ফলে, দেশজুড়ে চালু হল নাগরিকত্ব সংশোধন আইন। ঐতিহাসিক সিদ্ধান্ত মোদি (Narendra Modi)সরকারের। অবশেষে বিল পাসের প্রায় সাড়ে চার বছর পর, দেশজুড়ে কার্যকর হল CAA।  আবেদন করা যাবে পোর্টালে। লোকসভা ভোটের আগে বিজেপির মাস্টারস্ট্রোক? 'ভোটের আগেই কেন CAA? কোনও বৈষম্য মানব না', আক্রমণ মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের। 'এটা নাগরিকত্ব বাতিলের নয়, নাগরিকত্ব দেওয়ার আইন', স্পষ্ট জানালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। CAA কি এরাজ্যে তৃণমূল-বিজেপির ভোট-দ্বৈরথের অন্যতম ইস্যু হয়ে দাঁড়াল?

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram