BJP: 'পোস্টার রাজনীতি চলবে না', সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার নিয়ে সুকান্ত।Bangla News

Continues below advertisement

দায়িত্ব নেওয়ার পর, আজ অর্জুন-গড়ে প্রথম সাংগঠনিক সভা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। তার আগে শ্যামনগরে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার ঘিরে চাঞ্চল্য। পোস্টারে জেলা সভাপতিকে অর্জুনের এজেন্ট বলে উল্লেখ করে অবিলম্বে অপসারণের দাবি জানানো হয়েছে। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, ‘আমার মনে হয় না বিজেপির পক্ষ থেকে এটা করা হয়েছে। যারা বিজেপিকে পছন্দ করেন না বা বিজেপিকে শত্রু মনে করে এটা তাদেরই কাজ। পোস্টারের রাজনীতি চলতে পারে না। যদি কিছু সিদ্ধান্ত নেওয়ার হয় তা দল নেবে। পোস্টার দিয়ে কোন সিদ্ধান্ত পরিবর্তন করা যায় না।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram