BJP Rally:’সুকান্ত বাবুর কাহি পে নিগাহে কাহি পে নিশানা’, কটাক্ষ কুণালের।Bangla News

Continues below advertisement

নিয়োগ দুর্নীতি ইস্যুতে বিজেপির বিকাশ ভবন মিছিল ঘিরে ধুন্ধুমার। বিজেপি কর্মী সমর্থকরা পুলিশের  ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে জল কামান চালায় পুলিশ। এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "সুকান্তবাবু আগে নিজের দলের কেন্দ্রীয় সরকারের রিপোর্টগুলো পড়ুক, বুঝতে পারবেন বাংলা এগিয়ে রয়েছে। রাস্তায় গরমে ব্রহ্মতালু গরম হয়ে দু’চারটে কথা বেরোচ্ছে। ওঁর তো এখন জনগণের কাছে যাওয়ার কোন জায়গা নেই, মানুষ থেকে বিচ্ছিন্ন, দলের একটা অংশ থেকেও বিচ্ছিন্ন, যাবেন, নানা জায়গায় যাবেন। এমন কোন ঘটনা ঘটেনি, যথেষ্ট জায়গা ছিল ওঁরা গায়ে পড়ে গণ্ডগোল করার চেষ্টা করেছেন। ১২০-১২৫ জন লোক থাকলে আর কি করবে? ছবি তোলার জন্য প্ররোচনা দিচ্ছেন। এসব বক্তব্যের কোন ভিত্তি নেই। সুকান্ত বাবুর কাহি পে নিগাহে কাহি পে নিশানা"।

 

সরাসরি দেখুন সব খবর

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram