Loksabha Election Result: লোকসভা ভোটে বাংলায় বিপর্যয় হল বিজেপির, সবুজ-ঝড়ে ফিকে হয়ে গেল গেরুয়া রং
ABP Ananda LIVE: বিধানসভার পর লোকসভা ভোটেও বাংলায় বিপর্যয় হল বিজেপির। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে সবুজ-ঝড়ে ফিকে হয়ে গেল গেরুয়া রং। দেশজুড়েও চারশো পারের স্বপ্ন পূরণ হল না নরেন্দ্র মোদি-অমিত শাহদের। NDA-কে থামতে হল তিনশোর আগেই। বাহান্ন থেকে এক লাফে কংগ্রেস পৌঁছে গেল, একশোর দোরগোড়ায়। বাংলার পাশের রাজ্য় ওড়িশার বিধানসভা ভোটে অবশ্য় ভাল ফল করেছে বিজেপি। নবীন পট্টনায়েকের BJD-কে হারিয়ে তারা রাজ্য়ে ক্ষমতায় আসতে চলেছে। অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় ফিরতে চলেছেন চন্দ্রবাবু নায়ডু (বাংলায় মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় জুটির কাছে হেরে গেল, নরেন্দ্র মোদি-অমিত শাহ জুটি। বাংলায় এসে প্রধানমন্ত্রী বলেছিলেন, বিয়াল্লিশটা আসনেই পদ্ম ফোটাতে হবে। অমিত শাহ বলেছিলেন, পঁয়ত্রিশটা আসন পেলে, পঁচিশের আগেই তৃণমূল সরকার ফুস হয়ে যাবে! কিন্তু বাস্তবে দেখা গেল, রাজ্যে বিজেপি তো বাড়লই না, বরং বাইশ থেকে বেড়ে, তৃণমূলের আসন পৌঁছে গেল তিরিশের আশপাশে! অন্য়দিকে, তৃণমূলের থেকে বেশি আসন পাওয়া তো দূর অস্ত, দুহাজার উনিশে পাওয়া, নিজেদের আঠারোটা আসন, এবার ধরেই রাখতে পারল না গেরুয়া শিবির।