Loksabha Election Result: বাংলায় মমতা-অভিষেক জুটির কাছে হেরে গেল, নরেন্দ্র মোদি-অমিত শাহ জুটি
ABP Ananda LIVE: বাংলায় মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় জুটির কাছে হেরে গেল, নরেন্দ্র মোদি-অমিত শাহ জুটি। বাংলায় এসে প্রধানমন্ত্রী বলেছিলেন, বিয়াল্লিশটা আসনেই পদ্ম ফোটাতে হবে। অমিত শাহ বলেছিলেন, পঁয়ত্রিশটা আসন পেলে, পঁচিশের আগেই তৃণমূল সরকার ফুস হয়ে যাবে! কিন্তু বাস্তবে দেখা গেল, রাজ্যে বিজেপি তো বাড়লই না, বরং বাইশ থেকে বেড়ে, তৃণমূলের আসন পৌঁছে গেল তিরিশের আশপাশে! অন্য়দিকে, তৃণমূলের থেকে বেশি আসন পাওয়া তো দূর অস্ত, দুহাজার উনিশে পাওয়া, নিজেদের আঠারোটা আসন, এবার ধরেই রাখতে পারল না গেরুয়া শিবির
একদিকে রামমন্দির, CAA-কে সামনে রেখে মেরুকরণের চেষ্টা। এর পাশাপাশি ছিল, নির্ধারিত সময়ের আগে, একটা নির্বাচিত সরকারকে ফেলে দেওয়া এবং কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে দেওয়ার হুমকি। যদিও পর্যবেক্ষকরা বলছেন, বাংলায় বিজেপির সব অস্ত্রই ভোঁতা হয়ে গেল, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য়সাথীর মতো তৃণমূল সরকারের একাধিক জনমুখী প্রকল্পের ধাক্কায়। পাশাপাশি, একশো দিনের কাজের বকেয়া মজুরি রাজ্য়ের কোষাগার থেকে দেওয়ার সিদ্ধান্ত এবং একই ভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেওয়ার যে প্রতিশ্রুতি তৃণমূল সরকার দিয়েছে, বিজেপি তাতেই কয়েক যোজন পিছিয়ে পড়েছে