Tabassum Ara Controversy: তবস্সুম আরার গ্রেফতারির দাবিতে ডেপুটি পুলিশ কমিশনারের কাছে ডেপুটেশন দিল বিজেপি

Continues below advertisement

চিকিৎসক, নার্সরা সামনেই ছিলেন।  কিন্তু নার্সের থেকে কার্যত সিরিঞ্জ কেড়ে নিয়ে মহিলাকে ভ্যাকসিন দিয়েছিলেন তিনি। সচেতনতার প্রচারের নামে, তবস্সুম আরার (Tabassum Ara) এই  কীর্তিকলাপ নিয়ে চড়ছে রাজনীতির পারদ। তৃণমূল (TMC) নেত্রী তথা আসানসোলের বিদায়ী ডেপুটি মেয়রের বিরুদ্ধে আগেই থানায় অভিযোগ জানিয়েছিল বিজেপির (BJP) সংখ্যালঘু সেল। এবার তাঁর গ্রেফতারির দাবি জানিয়ে, আসানসোল-দুর্গাপুরের ডেপুটি পুলিশ কমিশনারের কাছে ডেপুটেশন দিল বিজেপি। ২০১৫-র পুরভোটে আসানসোল পুরসভার (Asansol Municipality) ৬৩ নম্বর ওয়ার্ডে তৃণমূলের টিকিটে জিতে কাউন্সিলর হন তবস্সুম আরা। ডেপুটি মেয়র করা হয় তাঁকে। কিন্তু কখনও প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে আক্রমণ করে, কখনও আবার কুলটির প্রাক্তন তৃণমূল বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়ের আগেই প্রকল্পের উদ্বোধন করে বিতর্কে জড়িয়েছিলেন তবস্সুম আরা। কিন্তু নিজে থেকে কাউকে ভ্যাকসিন দিয়ে, এবার তিনি যে অসচেতনতার পরিচয় দিয়েছেন, তাতে ক্ষুব্ধ তাঁর দলের নেতা তথা পুরপ্রশাসকও।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram