Fake CID: কৃষ্ণনগরে 'সিআইডি অফিসার সেজে প্রতারণা', অভিযোগ উঠতেই ফেরার

Continues below advertisement

এবার কৃষ্ণনগরে সিআইডি অফিসার সেজে (Fake CID) প্রতারণার অভিযোগ। দেবাঞ্জনের ছকেই পুলিশ পরিচয়ে সমাজসেবার কাজে যুক্ত, নেতাদের সঙ্গে ছবি। চাকরির নামে টাকা আত্মসাতের অভিযোগ উঠতেই ফেরার। দেবাঞ্জনের মতোই নেতা-মন্ত্রীদের সঙ্গে ত্রাণ বণ্টনের অনুষ্ঠানে ভুয়ো সিআইডি অফিসার। ছবি ফেসবুকে পোস্ট। কে কার সঙ্গে ছবি তুলেছে, জানা নেই, দাবি কারামন্ত্রীর। অভিযুক্তের গাড়ির চালক আটক। 

এদিকে ভুয়ো ভ্যাকসিনকাণ্ড নিয়ে বৃহস্পতিবার ইডির (ED) ভার্চুয়াল বৈঠক হবে। ইডি সূত্রে খবর, ইতিমধ্যেই দিল্লির সদর দফতরে প্রাথমিক অনুসন্ধান রিপোর্ট জমা দেওয়া হয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতে দিল্লির সঙ্গে কলকাতার অফিসের আধিকারিকদের ভার্চুয়াল বৈঠক হবে। সোমবার তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকেও নাম না করে কার্যত দেবাঞ্জন প্রসঙ্গ ওঠে। সূত্রের খবর, বৈঠকে বিধায়কদের সতর্ক করে বলা হয়েছে কোনও অনুষ্ঠানে গেলে কে আয়োজক, কারা আমন্ত্রিত তা যাচাই করে দেখতে হবে।

দেবাঞ্জন কাণ্ডের জের, বিধায়কদের সতর্ক করল তৃণমূল। আজ তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক হয় বিধানসভায়। দলীয় বিধায়কদের সতর্ক করে জানানো হয়, ‘অনুষ্ঠানে যাওয়ার আগে সতর্ক থাকতে হবে বিধায়কদের।  কোনও অনুষ্ঠানে যাওয়ার আগে খোঁজ নিতে হবে উদ্যোক্তাদের বিষয়ে।অনুষ্ঠানে কারা আমন্ত্রিত সে বিষয়েও খোঁজ নিতে হবে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram