Sukanta Majumdar: আমি জানি অশোকস্তম্ভের ব্যবহার কী করে করতে হয়, আমার বক্তব্যে অনড় আছি: সুকান্ত
ABP Ananda Live: 'নির্বাচন কমিশনের নির্দিষ্ট পদ্ধতি আছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে জবাব চাই, জবাব দিয়ে দেব। আমি মনে করি যে কথা আমি বলেছি এখনও আমার সেই কথাতেই অবস্থান আছে। যদি কোনও অশোকস্তম্ভ ধারনকারী ব্যক্তি অশোকস্তম্ভের সম্মান রক্ষা করতে না পারে তাঁর অশোকস্তম্ভ ধারন করা উচিত নয়। আমি জানি অশোকস্তম্ভের ব্যবহার কী করে করতে হয়। আমি আমার বক্তব্যে অনড় আছি, আমি আমার উত্তর দেব', বললেন সুকান্ত মজুমদার।
রেফার রোগে ফের হয়রানি। দুর্ঘটনায় গুরুতর আহত বাঁকুড়ার শিশুকে নিয়ে নাজেহাল পরিবার। গতকাল বিকেল ৫টা থেকে একের পর এক হাসপাতাল ঘুরেও মেলেনি চিকিৎসা। বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে শিশুকে প্রথমে রেফার করা হয় এনআরএস হাসপাতালে। এনআরএস থেকে ওই শিশুকে রেফার করা হয় এসএসকেএম হাসপাতালে। গতকাল সন্ধে ৭টার সময় শিশুকে নিয়ে এসএসকেএম-এর ট্রমা কেয়ারে এসে পৌঁছয় শিশুর পরিবার। ট্রমা কেয়ার থেকে শিশুর পরিবারকে পাঠানো হয় এসএসকেএম-এর জরুরি বিভাগে। জরুরি বিভাগ থেকে ফের ওই পরিবারকে পাঠানো হয় ট্রমা কেয়ার সেন্টারে। গতরাতেই জানিয়ে দেওয়া হয়, ট্রমা কেয়ারে শিশুর চিকিৎসা হবে না, দাবি পরিবারের। সেখান থেকে বাধ্য হয়ে গুরুতর আহত শিশুকে নিয়ে যাওয়া হয় শিশুমঙ্গল হাসপাতালে। এখানে চিকিৎসার পরিকাঠামো নেই, জানিয়ে দেয় শিশুমঙ্গল হাসপাতাল কর্তৃপক্ষ, দাবি পরিবারের।
শিশুমঙ্গল থেকে চিত্তরঞ্জন হাসপাতালে যায় শিশুর পরিবার। চিত্তরঞ্জন হাসপাতাল ফের এসএসকেএম হাসপাতালে রেফার করে শিশুকে। গভীর রাতে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসা হয় শিশুকে। সকালের দিকে খবর জানাজানি হতে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি নেওয়া হয় শিশুকে।