Suvendu Adhikari: 'বাংলায় গণতন্ত্র মানুষের জন্য নয়, দলের জন্য', বিস্ফোরক শুভেন্দু | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: 'বাংলায় (west bengal)গণতন্ত্র মানুষের জন্য নয়, দলের জন্য। মুখ্যমন্ত্রী (mamata banerjee)পুর পরিষেবা নিয়ে পর্যালোচনা-বৈঠক ডেকেছেন। বাদ শুধু তাহেরপুর ও ঝালদা পুরসভা। কারণ শুধু এই দুটি পুরসভা বিরোধীদের দখলে। কোনও  সরকার এভাবে নির্দিষ্ট এলাকার মানুষকে বঞ্চিত করতে পারে?' সোশ্যাল মিডিয়ায় পোস্ট শুভেন্দুর(suvendu adhikari)।

পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে সেনকো গোল্ডের শোরুমে ডাকাতির ঘটনায় গ্রেফতার আরও এক। আসানসোল-দুর্গাপুর কমিশনারেট সূত্রে খবর, মেঘালয়ের রিভয় জেলার খানাপাড়া থানা এলাকা থেকে চৌধুরী নামে এক দুষকৃতীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বাড়ি বিহারের শিবানে। আজ তাকে রিভয় জেলা আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে আসানসোলে নিয়ে আসবে পুলিশ। এ নিয়ে এই ডাকাতির ঘটনায় গ্রেফতারের সংখ্য়া বেড়ে হল ৫। ৯ জুন ভরদুপুরে রানিগঞ্জ বাজারে সেনকো গোল্ডের শোরুমে হানা দিয়ে লুঠপাট করে পালায় দুষকৃতীরা। পুলিশের সঙ্গে তাদের গুলির লড়াই হয়। ডাকাতির দু ঘণ্টার মধ্যে আসানসোলের মহিশিলায় গানপয়েন্টে রেখে গাড়ি ছিনতাই করে দুষ্কৃতীরা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola