Suvendu Adhikari: যাঁরা ভোট দিতে পারেননি, তাঁদের জন্য কাল পোর্টাল চালু, গণ আন্দোলন করব: শুভেন্দু

Continues below advertisement

ABP Ananda LIVE: লোকসভার (loksabha election 2024)পর বঙ্গের ৪ কেন্দ্রের উপনির্বাচনেও (By Poll result 2024)পর্যুদস্ত বিজেপি। অনেকে ভোট দিতে পারেননি বলে অভিযোগ বিজেপির, পোর্টাল চালুর ঘোষণা শুভেন্দুর। 'পঞ্চায়েত থেকে লোকসভা, বিধানসভা উপনির্বাচন, যাঁরা ভোট দিতে পারেননি, নাম নথিভুক্ত করুন'। 'যাঁরা ভোট দিতে পারেননি, তাঁদের জন্য কাল পোর্টাল চালু, গণ আন্দোলন করব'। ৪ কেন্দ্রের ১০০ ভোটারকে নিয়ে রাজভবনে আসব, হুঁশিয়ারি শুভেন্দুর। 

এবার কাশীপুরে তোলাবাজদের তাণ্ডবের শিকার প্রোমোটার। মধ্যরাতে কাশীপুরে প্রোমোটারের অফিসে ঢুকে তৃণমূলকর্মীর তাণ্ডব। মধ্যরাতে হামলা, প্রোমোটারকে এলোপাথাড়ি মার, অফিস ভেঙে চুরমার। খবর সম্প্রচারের পরেই ২জন গ্রেফতার। গ্রেফতার জীতেন কুমার পাল, কানওয়ালজিৎ ওরফে কানু। মূল অভিযুক্ত অভিজিৎ মণ্ডল ওরফে রানা এখনও অধরা। কাশীপুরে প্রোমোটারের থেকে ৫ লক্ষ টাকা চেয়ে 'চাপ'। টাকা না দেওয়ায় প্রোমোটারের অফিসে ঢুকে হামলার অভিযোগ। । মারধরে জড়িত মূল অভিযুক্তর অভিজিৎ মণ্ডল ওরফে রানা। এই ব্যক্তি জয়ন্ত সিংহ এবং বিধায়ক অতীন ঘোষের লোক বলে পরিচয় দিয়েছিল অভিযুক্ত রানা, দাবি আক্রান্তের। ভর্তি বিতর্কে অবশেষে কাটল জট। সোমবারই সম্ভবত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন প্রাক্তন মাওবাদী নেতা অর্ণব দাম। আগামী ১৫ জুলাই, সোমবার দুপুর ৩টে থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ভর্তির কাউন্সেলিং শুরু হচ্ছে। ইতিহাসে পিএইচডি করার কথা অর্ণবের। ইতিহাসে পিএইডি-র পরীক্ষায় প্রথম হয়েছেন তিনি। তাঁর ভর্তি নিয়ে টানাপোড়েন চলছিল গত কয়েক দিন ধরেই।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram