Suvendu Adhikari: সন্দেশখালি নিয়ে ফিরহাদের কটাক্ষ, তীব্র আক্রমণে শুভেন্দু | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: সন্দেশখালি নিয়ে ফিরহাদের কটাক্ষ, তীব্র আক্রমণে শুভেন্দু । 'সন্দেশখালির পরাজিত বিজেপি প্রার্থী রেখা পাত্রকে কটাক্ষ' । একজন মহিলাকে নিয়ে কুরুচিকর শব্দ ব্যবহার করেছেন ফিরহাদ হাকিম' । 'শুধু একজন নন, পুরো সম্প্রদায়কেই অপমান করেছেন মমতা-মন্ত্রিসভার মন্ত্রী' । প্রধানমন্ত্রীকেও অসম্মান করার অভিযোগে ট্যুইট শুভেন্দু অধিকারীর

আরও খবর..

আবাস যোজনার সমীক্ষাকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে সংঘর্ষে জড়াল তৃণমূল ও আইএসএফ। অভিযোগ, প্রকৃত প্রাপকদের বঞ্চিত করে তালিকায় তৃণমূল কর্মীদের নাম থাকার প্রতিবাদ করায় আইএসএফ কর্মীদের মারধর করা হয়। এক আইএসএফ কর্মী আহত হন। আবাস-তালিকায় স্বজনপোষণ ও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

আজ ও কাল ছটপুজো। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে, ছট পুজো নিষিদ্ধ দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর এবং পূর্ব কলকাতার সুভাষ সরোবরে। দূষণ রুখতে তৎপর KMDA। দুটি সরোবরের গেটের সামনে বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছে। সরোবর লাগোয়া রাস্তায় বসানো হয়েছে গার্ডরেল। সরোবরে 
ঢোকায় নিষেধাজ্ঞা জারি করে প্রতিটা গেটে টাঙানো হয়েছে ফ্লেক্স।মোতায়েন রয়েছে পুলিশ। গতকাল রাত ৮টা থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরের সমস্ত গেট। আগামীকাল বেলা ১২টা পর্যন্ত গেট বন্ধ থাকবে। বিকল্প হিসাবে ছটপুজোর জন্য শহরের বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে কৃত্রিম জলাশয়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola