BJP: 'পুরভোটে লড়তে বাধা নেই', হাইকোর্টের রায়ে স্বস্তিতে BJP-র ৩ প্রার্থী| Bangla News
Continues below advertisement
আসন্ন পুরভোটে হাইকোর্টে স্বস্তিতে বিজেপি (BJP)। ভোটে লড়তে বাধা নেই তমলুক পুরসভার গতবারের তিন বিজেপি প্রার্থীর। সম্প্রতি রাজ্য নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে, গত পুরভোটে যে সমস্ত প্রার্থীরা আয় ব্যয়ের হিসেব দেননি, এবার সেই খতিয়ান না দিলে তাঁরা প্রার্থী হতে পারবেন না। কমিশনের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন গতবারের তিন বিজেপি প্রার্থী জয়া দাস নায়েক, বিশ্বজিৎ কয়াল ও বিভা চক্রবর্তী। আজ শুনানিতে নির্বাচন কমিশন জানায়, মামলাকারী ৩ জন-সহ মোট ৫ জনের ক্ষেত্রে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছে কমিশন। এই প্রার্থীরা পুর নির্বাচনে অংশ নিতে পারবেন। হাইকোর্টে জানায় কমিশন।
Continues below advertisement
Tags :
BJP ABP Ananda Calcutta High Court ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Municipal Election CHC BJP