BJP Letter pad: লেটার প্যাড ভাইরাল হতেই শো কজ
নিজের লেটার প্যাড (Letterpad) ব্যবহার করে ব্যবসায়িক সংগঠনের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা নেওয়ার অভিযোগ বিজেপির (BJP) জেলা নেতার বিরুদ্ধে। লেটার প্যাড ভাইরাল হতেই শো কজ করল দল। নিজের দলীয় লেটার প্যাড ব্যবহার করে একটি ব্যবসায়ী সংগঠনের কাছ থেকে চাঁদা বাবদ মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগ উঠল অশোক বিদ (Ashok Bid)নামের বিজেপির বাঁকুড়া জেলা কমিটির এক সদস্যের বিরুদ্ধে। চাঁদার প্রাপ্তিস্বীকার লেখা সেই লেটার প্যাড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তোলপাড় শুরু হয়।