Gopla Dalapati: নিয়োগ দুর্নীতিতে যার দিকে বিপুল দুর্নীতির নিশানা সেই গোলাপ দলপতিই রহস্যজনক ভাবে উধাও! ABP Ananda Live

নিয়োগ দুর্নীতিতে যার দিকে বিপুল দুর্নীতির নিশানা সেই গোপাল দলপতিই রহস্যজনক ভাবে উধাও! তিহাড় জেলে গিয়ে জেরার প্রস্তুতির মধ্যেই ধাক্কা খেল ইডি। ইডি সূত্রে খবর, দিল্লির ইকোনমিক অফেন্স উইংয়ের তরফে জানানো হয়েছে, প্রায় এক বছর আগেই জামিনে ছাড়া পেয়েছেন গোপাল। তারপর থেকেই তিনি বেপাত্তা! রহস্যের জট খুলতে যার ভরসায় এগোচ্ছিলেন গোয়েন্দারা, তাঁর অন্তর্ধানে কোন পথে এগোবে তদন্ত? 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola