Paschim Medinipur: কুড়মি সম্প্রদায়ের অবরোধে ধাক্কা রেল পরিষেবায়, যাত্রাপথ বদল কয়েকটি ট্রেনের
Continues below advertisement
তফশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্তি-সহ একাধিক দাবিতে আজ বাংলা-ঝাড়খণ্ড-ওড়িশায় রেল অবরোধের ডাক দেয় কুড়মি সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন। কী হল তাতে? একনজরে দেখে নেওয়া যাক। পশ্চিম মেদিনীপুরে খড়গপুর শাখার খেমাশুলি স্টেশনে সকাল ৬টা থেকে শুরু হয় রেল অবরোধ। আটকে পড়ে একাধিক ট্রেন। স্টেশন লাগোয়া ৬ নম্বর জাতীয় সড়কও অবরোধ করেছেন কুড়মিরা। দাবি মানা না হলে, অনির্দিষ্টকালের জন্য অবরোধ চলবে বলে জানায় আদিবাসী কুড়মি সংগঠন। ভোর ৫টা থেকে দক্ষিণ-পূর্ব রেলের পুরুলিয়া-আদ্রা শাখার কুস্তউর স্টেশনে রেল অবরোধ শুরু হয়। ধামসা-মাদল নিয়ে রেললাইনে বসে পড়েন কুড়মিরা। হয়রানির আশঙ্কায় পুরুলিয়া-আদ্রা শাখায় ৩টি লোকাল বাতিল করা হয়। যাত্রাপথ পরিবর্তন করা হয় বেশ কিছু ট্রেনের।
Continues below advertisement
Tags :
Rail Bangla News Bangla News Live Paschim Medinipur Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News District Kurmi Community