Newtown Murder News: ব্যাগে থেকে চুঁইয়ে পড়ছে রক্ত, নিউটাউনে কারিগরি ভবনের পিছনে খাল থেকে উদ্ধার হল ট্রলিবন্দি দেহ
Continues below advertisement
নিউটাউনে কারিগরি ভবনের পিছনে খাল থেকে উদ্ধার হল ট্রলি ব্যাগবন্দি দেহ। বাইরে খুন করে দেহ ট্রলি ব্যাগে পুরে এখানে ফেলা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ময়নাতদন্তের জন্য নিয়ে দেহ নিয়ে যাওয়া হয়েছে আরজি করে। এদিন নিউটাউনে কারিগরি ভবনের পিছনে একটি খালে ট্রলি ব্যাগ ভাসতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। জল থেকে উদ্ধারের পর দেখা যায়, ট্রলি ব্যাগের ভিতর থেকে রক্ত চুঁইয়ে পড়ছে। টেকনোসিটি থানার পুলিশ এসে ট্রলি ব্যাগবন্দি দেহ উদ্ধার করে।
Continues below advertisement