Amdanga: উত্তর ২৪ পরগনার আমডাঙার সাধনপুরে সাতসকালে বোমাবাজি, জখম এক ব্যক্তি | ABP Ananda Live
Amdanga: উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) আমডাঙার (Amdanga) সাধনপুরে সাতসকালে বোমাবাজি (Bombblast)। দোকান লক্ষ্য করে বোমা ছোড়ে এক দুষ্কৃতী। বোমার আঘাতে জখম (Injured) হন এক ব্যক্তি। তাঁকে হাসপাতালে (Hospital) পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা (Live Bomb)উদ্ধার করেছে আমডাঙা থানার পুলিশ (Police)। । স্থানীয়দের দাবি, এলাকায় জুয়া খেলার প্রতিবাদ করায় বোমা। ছোড়া হয়। যদিও প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, পারিবারিক বিবাদের জেরে বোমাবাজির ঘটনা ঘটেছে।