Panchayat Election: মুড়ি-মুড়কির মতো পড়ল বোমা ! দেগঙ্গায় তুমুল চাঞ্চল্য
Continues below advertisement
উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় সাতসকালে মুড়ি-মুড়কির মতো পড়ল বোমা (Bomb)। হাদিপুর ঝিকরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হরপুকুর গ্রামে তৃণমূলের (TMC) সঙ্গে সংঘর্ষে তাদের ৫ কর্মী জখম হয়েছেন বলে দাবি আইএসএফের (ISF)। গুলিও চলে বলে অভিযোগ। যদিও গুলি চলার অভিযোগ অস্বীকার করেছে পুলিশ (Police)। আইএসএফ কর্মীদের অভিযোগ, তৃণমূলের দুষকৃতীরা তাঁদের লক্ষ্য করে পরপর বোমা ছোড়ে। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান গ্রামের মহিলারা। এত কম পুলিশ কীভাবে নিরাপত্তা সামলাবে, সেই প্রশ্ন তোলেন তাঁরা। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
Continues below advertisement
Tags :
Elections Panchayat Election Panchayat Election 2023 WB Panchayat Election 2023 Panchayat Poll 2023 WB Panchayat Election Schedule WB Panchayat Election Date WB Panchayat Poll 2023