Birbhum: বীরভূমের সিউড়িতে ক্লাবের সামনে বোমাবাজি | ABP Ananda LIVE
বীরভূমের সিউড়িতে ক্লাবের সামনে বোমাবাজি। ক্লাবের সামনে নর্দমা থেকে উদ্ধার হল একটি তাজা বোমা। স্থানীয়দের অভিযোগ, গতকাল রাত ১টা নাগাদ কয়েকজন দুষকৃতী বাইকে চড়ে সিউড়ির সোনাতোড় গ্রামে এসে স্থানীয় একটি ক্লাব লক্ষ্য করে বোমা ছোড়ে। লোকজন বেরিয়ে এলে তারা চম্পট দেয়। কারা, কী কারণে ক্লাবের সামনে এসে বোমা ছুড়ল, খতিয়ে দেখছে সিউড়ি থানার পুলিশ।