Bongaon: 'হিসেব বহির্ভূত সম্পত্তি', বনগাঁর ধৃত দমকলের স্টেশন অফিসারের পুলিশ হেফাজত।Bangla News
ব্যাঙ্ক ও ডাকঘরের অ্যাকাউন্টে প্রায় ৫০ লক্ষ টাকা জমা। গত কয়েক বছরে খরচ প্রায় পৌনে এক কোটি টাকা। হিসেব বহির্ভূত সম্পত্তি ও দুর্নীতির এই অভিযোগে বনগাঁর দমকলের এক স্টেশন অফিসারকে গ্রেফতার করল রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। ধৃতের ৪ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
Tags :
ABP Ananda Money Laundering District Bongaon Fire Brigade ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Fire Station এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Fire Officer Unaccounted Assets