Bonny Sengupta : কুন্তলের সঙ্গে টাকার লেনদেন! নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল বনির
নিয়োগ দুর্নীতি মামলায় (Job scam) এবার ইডি-র (ED) স্ক্যানারে অভিনেতা বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। কেন্দ্রীয় এজেন্সির দাবি, নিয়োগ দুর্নীতিতে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh) সঙ্গে বনির আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য মিলেছে। সেই তথ্য যাচাইয়ের জন্য অভিনেতা বনি সেনগুপ্তকে কাল সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজিরা দিতে নির্দেশ।
শ্যুটিংয়ে ব্যস্ত, তবে ইডি-র তরফে তাঁকে ফোন করা হয়েছিল, জানিয়েছেন অভিনেতা।