Bowbazar: বাড়িগুলিকে ফিট ঘোষণার দায় নির্মাণকারী সংস্থা, মেট্রো রেল কর্তৃপক্ষের, মন্তব্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের।Bangla News

Continues below advertisement

“পুরনো বাড়িগুলির চুন সুড়কির মশলায় তৈরি শতাব্দী প্রাচীন বাড়ি গুলির ভিতের মাটি সরে যাচ্ছিল বলেই ২০১৯ এ ফাটল দেখা গেছিল। ফাটল ২০১৯-এ সিল করলেও সেগুলি ওপর থেকে ছিল কিন্তু একটা বাড়ি দাঁড়িয়ে আছে যেই মাটিতে তার স্থায়িত্বই যদি প্রশ্নের মুখে পড়ে। মাটিটা তো ফিট হয়নি সেটা তো বোঝাই যাচ্ছে তাই আবার মাটি ২০২২-এ সরতে শুরু করেছে। মাটি যাতে সরে না যায়, এটার কোনও ব্যবস্থা ফিটনেস সার্টিফিকেট দেওয়ার সময় ছিল না। যে বাড়িগুলির ফিটনেস সার্টিফিকেট দেওয়া হয়েছিল, সেই বাড়িগুলি মোস্ট আনফিট বাড়ি সেটা কাল সন্ধ্যের ঘটনা থেকেই বোঝা যাচ্ছে। ফলে এর দায় যেই নির্মাণকারী সংস্থা, মেট্রো রেল কর্তৃপক্ষ ফিটনেস সার্টিফিকেট দিয়েছিল তাদের নিতেই হবে।“ মন্তব্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাসের।        

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram