Bowbazar: মাটি দুর্বল থাকায় কাজ শুরু করলে আরও বাড়ি ধসে পড়তে পারে, প্রাথমিক রিপোর্ট দিলেন বিশেষজ্ঞরা।Bangla News
Continues below advertisement
বউবাজারে ক্ষতিগ্রস্ত এলাকা নিয়ে পুরসভাকে প্রাথমিক রিপোর্ট দিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপকরা। দুর্গা পিতুরি লেনের ভূগর্ভস্থ মাটি অত্যন্ত দুর্বল। মাটি দুর্বল থাকায় কাজ শুরু করলে আরও বাড়ি ধসে পড়তে পারে। মাটি পরীক্ষা এবং এলাকার মানচিত্র খতিয়ে দেখে তারপর চূড়ান্ত রিপোর্ট। ধর্মতলা-শিয়ালদা সুড়ঙ্গে এখনও ৯ মিটার কাজ বাকি। এই অংশের সুড়ঙ্গের উপরের বাড়িগুলির স্বাস্থ্য পরীক্ষার উপদেশ বিশেষজ্ঞদের। ক্ষতিগ্রস্ত এলাকায় বর্ষা শেষ না হওয়া পর্যন্ত কাজ বন্ধের সুপারিশ।
Continues below advertisement
Tags :
ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Bowbazar Bowbazar Metro এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ ইস্ট-ওয়েস্ট মেট্রো বউবাজারে বাড়িতে ফাটল Bowbazar House Crack বউবাজার মেট্রো House Crack In Bowbazar House Demkolish In Bowbazar