Bowbazar: 'আবার ফাটল ধরলে ফিটনেস সার্টিফিকেটের ভ্যালুটা কী?', বউবাজারে সরব স্থানীয়রা।Bangla News

Continues below advertisement

বউবাজারের দুর্গা পিতুরি লেনে সোনার দোকানে নতুন ফাটল। ২০১৯-এ একই জায়গায় দেখা দিয়েছিল ফাটল। তখন ফাটল মেরামত করা হয়েছিল। দোকানে মালিক জানায়, ২০১৯ সালে ফাটলের পর তা সারানো হয়। এখন আবার নতুন করে ফাটল দেখা যাচ্ছে। দোকান কালই বন্ধ করার কথা বলা হয়। পুলিশ এসে বন্ধ করে দেয় দোকান। তারপর আমাদের নিয়ে যাওয়া হয় হোটেলে। বর্তমানে আমরা এখন ওখানেই আছি। 

এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা বলেন, এর আগে ফিটনেস সার্টিফিকেট দিলেন। আবার ফাটল হল কাল। তাহলে ফিটনেস সার্টিফিকেটের ভ্যালুটা কী? তার মানে ওঁরা শুধু আমাদের বাড়ি ফেরার জন্য ফিটনেস সার্টিফিকেট দিয়েছিলেন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram