Britain: ৭০ বছর পরে ব্রিটিশ রাজ-পরিবারের ইতিহাসে নতুন যুগের সূচনা
Continues below advertisement
৭০ বছর পরে ব্রিটিশ রাজ-পরিবারের ইতিহাসে নতুন যুগের সূচনা। রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের সাক্ষী থাকল গোটা বিশ্ব। ১৯৫৩ সালের স্মৃতি ফের জেগে উঠল ওয়েস্টমিনস্টার অ্যাবির দেওয়াল। গ্রেট ব্রিটেনের সময় সকাল ১০.২০-তে এই শোভাযাত্রা শুরু হয় বাকিংহাম প্যালেস থেকে। তারপর সেই শোভাযাত্রা ট্রাফালগার স্কোয়ার এবং পার্লামেন্ট স্ট্রিট হয়ে, পৌঁছয় ওয়েস্টমিনস্টার অ্যাবিতে। স্থানীয় সময় সকাল ১১টায় ওয়েস্টমিনস্টার অ্যাবিতে শুরু হয় রাজা তৃতীয় চার্লসের করোনেশন সেরিমনি অর্থাৎ রাজ্যাভিষেক। সেরিমনির শুরুতেই রাজার পছন্দের বেশ কিছু সঙ্গীত। তারপর একে একে নানান ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে রাজার রাজ্যাভিষেক হয়। করোনেশন সেরিমনিতে যোগ দেন দেশ-বিদেশের প্রায় ২ হাজার অভ্যাগত। ছিলেন গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক এবং ভারতবর্ষের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়।
Continues below advertisement