Ground Zero: রাজ্যে প্রথমবার ব্রুসেলোসিস আক্রান্তের মৃত্যু হল

Continues below advertisement

আবাস-তালিকায় দুর্নীতি, স্বজনপোষণের অভিযোগে এবার তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল। কোচবিহারের মাথাভাঙায় তৃণমূলের অঞ্চল সভাপতি বনাম বুথ সভাপতির সংঘাত। পাকা বাড়ি সত্ত্বেও আবাস-তালিকায় অঞ্চল সভাপতি ও তাঁর বাবার নাম, অভিযোগ বুথ সভাপতির। 

 

কোচবিহারের গীতালদহে বিএসএফের গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ। নিহত যুবকের বাড়িতে গেল তৃণমূলের প্রতিনিধি দল। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর নেতৃত্বে নিহতর বাড়িতে তৃণমূলের প্রতিনিধি দল। গরুপাচার রুখতে গুলি, দাবি বিএসএফের। হত্যার করে পাচারকারী তকমা দিচ্ছে বিএসএফ, পাল্টা অভিযোগ করে তৃণমূল। 

 

রাজ্যে প্রথমবার ব্রুসেলোসিস আক্রান্তের মৃত্যু হল। মৃতের নাম শরবিন্দু ঘোষ। ৫১ বছরের ওই রোগী পূর্ব বর্ধমানের ভাতারের বাসিন্দা ছিলেন। ৩০ নভেম্বর তাঁকে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে ভর্তি করা হয়। পরিবারের তরফে জানানো হয়েছে, গত অক্টোবরে বাড়ির গবাদি পশুদের ব্রুসেলা টিকা দেওয়া হয়। ওই ব্যক্তিই গবাদি পশুর পরিচর্যা করেন। তারপরেই জ্বর ও ডায়েরিয়া হয়। পিয়ারলেস হাসপাতালে আনা হলে ধরা পড়ে ব্রুসেলোসিস। তারপর থেকে হাসপাতালেই ভর্তি ছিলেন ওই রোগী। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram