Buddhadeb Bhattacharjee: বিদায় বুদ্ধদেব, প্রাক্তন মুখ্যমন্ত্রীর উত্থান-পতনের সাক্ষী রাইটার্স বিল্ডিং

Continues below advertisement

১৯৭৭ থেকে ২০১১, তিন দশকেরও বেশি মহাকরণে কাটিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। জ্যোতি বসুর জমানায় সামলেছেন গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব। এরপর টানা ১১ বছর এই মহাকরণ থেকেই মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছেন। বুদ্ধদেব ভট্টাচার্যর মতোই ইতিহাস হয়ে গিয়েছে মহাকরণের লাল বাড়ি।                                           

বুদ্ধদেব ভট্টাচার্যর পথচলা থামল।  একা পড়ে রইল WB-06-0002... থেকে গেল আরও অনেক কিছু। যাঁরা একসময়ে তাঁর সঙ্গে সঙ্গে থাকতেন, তাঁদের মনে পড়ে যাচ্ছে সেসব। 
২০০১ থেকে ২০১১ অবধি মুখ্য়মন্ত্রী থাকাকালীন বুদ্ধদেব ভট্টাচার্যর পাইলট ছিলেন কলকাতা পুলিশের তৎকালীন ট্রাফিক সার্জেন্ট সুমন মুখোপাধ্য়ায়। বর্তমানে তিনি অ্য়াসিস্ট্য়ান্ট কমিশনার। প্রাক্তন মুখ্য়মন্ত্রীর প্রতিদিনের রুটিন আজও তাঁর মুখস্থ থেকে গেছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram