Buddhadeb Bhattacharjee: উত্তর কলকাতায় জন্ম, শ্য়ামপুকুরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শৈশব-কৈশোরের স্মৃতি
উত্তর কলকাতায় জন্ম, সেখানেই শৈশবকাল কেটেছে বুদ্ধদেব ভট্টাচার্যর। তাঁর শৈশব-কৈশোরের স্মৃতি এখন ঘোরাফেরা করছে শ্য়ামপুকুরের এই এলাকার মানুষের মুখে মুখে।
রাজ্যের রাজনীতির আকাশে নক্ষত্রপতন। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বয়স হয়েছিল ৮০ বছর। ২০০০-২০১১, টানা ১১ বছর মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ফুসফুসের সমস্যা বা COPD-তে ভুগছিলেন। আজ সকাল ৮টা ২০-তে পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। পরিবার সূত্রে খবর, গত ৩ দিন জ্বরে ভুগছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে অবস্থা স্থিতিশীল ছিল। আজ সকালে জ্বর বাড়ে। চিকিৎসকদের সঙ্গে কথা বলে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ভাবা হয়। কিন্তু সেই সময় দেননি বুদ্ধদেব ভট্টাচার্য। শুধু রাজনীতি নয়, সংস্কৃতির অঙ্গনেও ছিল তাঁরঅবাধ যাতায়াত। তাঁর কাকা সুকান্ত ভট্টাচার্য।