Buddhadeb Bhattacharya: দীর্ঘ লড়াইয়ের পরে ৮০ বছর বয়সে জীবনাবসান, বাম দুর্গের শেষ সেনাপতির আজ বিদায়

Continues below advertisement

ABP Ananda Live: প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ বিধানসভা, আলিমুদ্দিন স্ট্রিট হয়ে তাঁর শেষ যাত্রা পৌঁছবে NRS মেডিক্য়াল কলেজ হাসপাতালে। সেখানে তিনবারের মুখ্যমন্ত্রীর মরণোত্তর দেহ দান করা হবে। গতকাল থেকে তাঁর দেহ শায়িত রয়েছে তপসিয়ার পিস ওয়ার্ল্ডে। সকাল সাড়ে ১০টা নাগাদ পিস ওয়ার্ল্ড থেকে দেহ বের করে নিয়ে যাওয়া হবে বিধানসভা ভবনে। এগারোটা থেকে সাড়ে এগারোটা, বিধানসভা ভবনে দেহ রাখা থাকবে আধঘণ্টা। সেখানে শেষ শ্রদ্ধা জানানোর পর, বুদ্ধদেব ভট্টাচার্যর দেহ নিয়ে যাওয়া হবে সিপিএমের রাজ্য দফতর আলিমুদ্দিন স্ট্রিটের মুজফ্ফর আহমেদ ভবনে। বেলা ১২টা থেকে দুপুর ৩টে ১৫ পর্যন্ত সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানানো যাবে। সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হবে সিপিএমের ছাত্র ও যুব সংগঠনের রাজ্য দফতর দীনেশ মজুমদার ভবনে। দুপুর সাড়ে ৩টে থেকে বিকেল পৌনে চারটে পর্যন্ত দীনেশ মজুমদার ভবনে শায়িত থাকবে বুদ্ধদেব ভট্টাচার্যর দেহ। সেখান থেকে শুরু হবে শেষ যাত্রা। বিকেল ৪টে নাগাদ শিয়ালদার NRS মেডিক্য়াল কলেজে হবে দেহদান। বুদ্ধদেব ভট্টাচার্যর দেহ দান করা হবে চিকিৎসার গবেষণার কাজে। গতকাল পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়ার আগে তাঁর মরণোত্তর চক্ষুদান প্রক্রিয়া সম্পন্ন হয়।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram