WB News:রিচা ঘোষের সম্বর্ধনা অনুষ্ঠানে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের মন্তব্য়ে ক্ষোভ উগরে দিয়েছেন বুলা চৌধুরী
ABP Ananda Live: রাজ্য়ে সাঁতারের অ্য়াকাডেমি করতে চান পদ্মশ্রী বুলা চৌধুরী। সেই ইচ্ছের কথা জানতে পেরে, তাঁর বাড়ি গেলেন, সুকান্ত মজুমদার। সম্প্রতি রিচা ঘোষের সম্বর্ধনা অনুষ্ঠানে বুলা চৌধুরীকে নিয়ে একটি মন্তব্য় করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। যা নিয়ে এদিন ক্ষোভ উগরে দিয়েছেন বুলা চৌধুরী।
সবাইকে ভালবাসত, বাচ্চাদের ভীষণ খেয়াল রাখত, কোনওদিন কিচ্ছু বুঝিনি', বলছেন শাহিনের প্রাক্তন স্বামী
ডক্টর শাহিন সইদ, দিল্লি বিস্ফোরণের সঙ্গে বিভিন্ন ভাবে জড়িয়ে গিয়েছে এই নাম। একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠে আসছে শাহিনের বিরুদ্ধে। অভিযোগ, পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সঙ্গে সরাসরি যোগ রয়েছে শাহিনের। জইশ-ই-মহম্মদের মহিলা নিয়োগের কাজ করতেন শাহিন, এমনই গুরুতর অভিযোগ তাঁর বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করে জেরা করছেন তদন্তকারীরা। সেই সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয়েছে শাহিন সইদের প্রাক্তন স্বামী ডক্টর জাফর হায়াতকেও।
সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় প্রথম শাহিনের গ্রেফতারির খবর জানতে পেরেছেন বলে জানিয়েছেন ডক্টর জাফর। তিনি আরও জানিয়েছেন, ২০০৩ সালের নভেম্বর মাসে বিয়ে হয় তাঁদের। সেই সময় শাহিন এবং জাফর, দু'জনেই ছিলেন ডাক্তারির পড়ুয়া। শাহিনের সিনিয়র ছিলেন জফর। আলাদা আলাদাই ডাক্তারির পড়াশোনা চলছিল তাঁদের। এরপর ২০১২ সালে ডিভোর্স হয়ে যায় ডক্টর শাহিন এবং ডক্টর জাফর হায়াতের।