Partha Chatterjee: 'জীবন তো শেষ হয়ে যায়নি, কর্মযজ্ঞে ফিরে যাব', বললেন পার্থ চট্টোপাধ্যায়
ABP Ananda LIVE: বান্ধবীর বাড়িতে টাকার পাহাড় থেকে শিক্ষা দুর্নীতি, মুখ খুললেন পার্থ । তৃণমূল থেকে মমতা-অভিষেক, জামিনে মুক্তির পরেই অকপট পার্থ। 'জীবন তো শেষ হয়ে যায়নি, কর্মযজ্ঞে ফিরে যাব' । দল নয়, দল আমার সঙ্গে না থাকলেও আমি দলের সঙ্গে আছি' । বলতে দাও বলে ৩ বছর ধরে চিৎকার করেছি, কেউ আসেনি' । আমার কাছে ৩ বছর ধরে কেউ আসেনি, বিধানসভায় গিয়ে কী করব?' । কারাবাস থেকে মুক্তির পরেই এবিপি আনন্দে এক্সক্লুসিভ প্রাক্তন শিক্ষামন্ত্রী । আগে শক্তি পুনরুদ্ধার করি, বেহালা মানুষের কাছে এমাসেই যাব'
মানুষের কাছে গিয়ে বলব, আমি তোমাদেরই লোক: পার্থ চট্টোপাধ্যায় । বান্ধবী অর্পিতার বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার নিয়েও মুখ খুললেন পার্থ । টাকা তো আমার বাড়ি থেকে পায়নি, বান্ধবীর কাছ থেকে পেয়েছে, ওই বলবে' । কারও ২টো বউ থাকতে পারে, আমার বউ নেই, বান্ধবী থাকতে পারে না?' । হাঁটুর বয়সী যারা বিদ্রুপ করেছিল, তাদের প্রতি সহানুভূতি হয়, সবটাই জানি' । বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা, সোনা উদ্ধার নিয়ে দাবি প্রাক্তন শিক্ষামন্ত্রীর । আমার আনুগত্যই আমার পতনের জন্য দায়ী: পার্থ চট্টোপাধ্যায় । কারাগারে যাওয়ার আগে বলেছিলাম মমতা যতক্ষণ আছে, ততক্ষণ মমতাই আমার নেতা' । অভিষেক অটোমেটিক চয়েস, আজ যারা পিছনে ঘুরছে, তারা কিন্তু সেদিন ছিল না' । আমি দাঁড়িয়ে আছি, আমিই জেল খেটেছি: পার্থ চট্টোপাধ্যায়