RG Kar Medical College: আরজি কর হাসপাতালের নতুন সুপার হলেন বুলবুল মুখোপাধ্যায়। ABP Ananda Live
Continues below advertisement
ABP Ananda LIVE: আরজি কর হাসপাতালের নতুন সুপার হলেন বুলবুল মুখোপাধ্যায়। সরিয়ে দেওয়া হল আরজি কর মেডিক্যাল কলেজের সুপারকে। আরজি কর হাসপাতালে কর্মরত মহিলা চিকিৎসককে খুন।
অপসারিত আরজি করে নিরাপত্তার দায়িত্বে থাকা অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার। আন্দোলনকারীদের দাবি মেনে অপসারিত অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার। 'পুলিশি তদন্তে সন্তুষ্ট আন্দোলনকারীরা'। 'আরজি করের ঘটনা নিয়ে নানা গুজব ছড়িয়েছে'। 'কলকাতা পুলিশ স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করছে'। 'ঘটনায় আরও কেউ জড়িত মনে হলে, পুলিশকে জানান'।
আজ সোদপুরে মৃত মহিলা চিকিৎসকের বাড়িতে যান কলকাতা পুলিশের অ্যাডিশনাল পুলিশ কমিশনার মুরলীধর শর্মা। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তদন্তের অগ্রগতি সম্পর্কে জানানো হল পরিবারকে। জানানো হল ময়নাতদন্তের রিপোর্টে কি আছে। পরিবারের পাশে আছে কলকাতা পুলিশ, জানালেন মুরলীধর শর্মা।
Continues below advertisement