Kulti Barakar Clash: চুরির অভিযোগে ধৃতের মৃত্যু, কুলটির ঘটনায় সাসপেন্ড দুই পুলিশকর্মী

Continues below advertisement

পশ্চিম বর্ধমানের (West Burdwan) কুলটির (Kulti) বরাকরে পুলিশ ফাঁড়িতে (Police Outpost) ভাঙচুর। পুলিশের গাড়িতে আগুন। গতকাল রাতে স্থানীয় এক কিশোরকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে চুরির অভিযোগ ছিল। পুলিশের দাবি, এরপর গভীর রাতে অসুস্থ হয়ে পড়ে ওই কিশোর। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় ওই কিশোরের। কিশোরের মৃত্যুর খবর আসতেই অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। স্থানীয়দের অভিযোগ পুলিশের অত্যাচারেই মৃত্যু হয়েছে কিশোরের। মৃতের পরিবারের তরফে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে দুই পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তদন্তের পরেই মৃত্যুর কারণ জানা যাবে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। এলাকার সব গলিতে গিয়ে জমায়েত ছত্রভঙ্গ করার কাজ শুরু করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ঘটনার সূত্রপাত গতকাল রাতে। চুরির অভিযোগে ওই তরুণকে গ্রেফতার করে বরাকর ফাঁড়ির পুলিশ। পুলিশের দাবি, গভীর রাতে ওই তরুণ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। খবর জানাজানি হতেই সকাল থেকে রণক্ষেত্রের চেহারা নেয় বরাকর পুলিশ ফাঁড়ি। স্থানীয়দের অভিযোগ, পুলিশের অত্যাচারেই মৃত্যু হয় ওই তরুণের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram