Budwan Station Stampede : বর্ধমান স্টেশনে হুড়োহুড়িতে পদপিষ্ট, আহত একাধিক
ABP Ananda LIVE: বর্ধমান স্টেশনে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে আহত হয়েছে একাধিক মানুষ। স্টেশনের ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মে নামা-ওঠার সিঁড়িতে হুড়োহুড়ির জেরেই দুর্ঘটনা ঘটে। আহতরা বর্ধমান মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন হাওড়া ডিভিশনের DRM।
আরও খবর...
দুর্গাপুর নির্যাতনকাণ্ডে অভিযুক্তদের তৃণমূল-যোগ, বিস্ফোরক শুভেন্দু
দুর্গাপুরকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। ৩ বছর আগে IQ সিটি মেডিক্যাল কলেজে নিরাপত্তারক্ষী ছিল ধৃত শেখ রেয়াজউদ্দিন। ঠিকা শ্রমিকের কাজ করতো অভিযুক্ত শেখ নাসিরউদ্দিনও। দুর্গাপুর নির্যাতনকাণ্ডে অভিযুক্তদের তৃণমূল-যোগ, বিস্ফোরক শুভেন্দু অধিকারী। 'নির্যাতনকাণ্ডে ধৃত শেখ নাসিরউদ্দিনের বাবা তৃণমূলের স্থানীয় নেতা। নাসিরউদ্দিন দুর্গাপুর পুরসভার অস্থায়ী কর্মী', সরব বিরোধী দলনেতা।
তৃণমূল সাংসদ সৌগত রায়ের মন্তব্য ভাইরাল
'যদি কোনও একটা পার্টি খেলা-মেলায় চলে যায়, সেই পার্টির পলিটিক্যাল সেন্স চলে যায়। খেলা-মেলা করলে লোকে ওই নিয়ে মেতে থাকবে, পলিটিক্সটা করবে না', তৃণমূল সাংসদ সৌগত রায়ের মন্তব্য ভাইরাল। 'আমাদের মনে রাখতে হবে ৬ মাস পর নির্বাচন, জেতাটাই আমাদের একমাত্র লক্ষ্য, অন্যকিছু করবেন না', শনিবার বরানগরে দলীয় কর্মীদের বার্তা তৃণমূল সাংসদ সৌগত রায়ের।