Burdwan West: দু'মাসেও আসানসোলে হল না পূর্ণাঙ্গ পুরবোর্ড গঠন, রাজ্যপালকে চিঠি BJP-র।Bangla News

পশ্চিম বর্ধমানের (Burdwan West) আসানসোল (Asansol) পুরসভায় মেয়র পদে শপথগ্রহণ হয়েছে গত ২৫ ফেব্রুয়ারি। তারপর দু’মাস পেরিয়ে গেলেও কেন পূর্ণাঙ্গ বোর্ড গঠন বা মেয়র পারিষদদের মনোনয়ন করা গেল না, এই প্রশ্নে সরব বিজেপি (BJP) ও কংগ্রেস(Congress)। এ নিয়ে রাজ্যপালের কাছে চিঠিও পাঠিয়েছে বিজেপি। যদিও আসানসোলের মেয়রের দাবি, দু’একদিনেই মেয়র পারিষদদের মনোনয়ন হবে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola