Businessman Murdered: গঙ্গারামপুরে ব্যবসায়ীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে ব্যবসায়ীর মৃত্যু ঘিরে দানা বেঁধেছে রহস্য। আজ সকালে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে দত্তপাড়া এলাকা থেকে উদ্ধার হয় বছর ৩৭-এর মানিক সাহার ক্ষতবিক্ষত দেহ। খুনের অভিযোগ তুলেছে মৃত ব্যবসায়ীর পরিবার। পরিবারের দাবি, গতকাল রাতে বাইক নিয়ে বের হন ওই ব্যবসায়ী। রাতে বাড়ি ফেরেননি। আজ সকালে তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। কিছুটা দূরে পড়েছিল বাইক। ব্যবসায়িক শত্রুতা না কি ব্যক্তিগত আক্রোশ? কী কারণে খুন, তা খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ।
অন্যদিকে রক্তদান শিবির আয়োজন ঘিরেও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গতকাল অশোকনগর, কল্যাণগড় পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে তৃণমূলের উদ্যোগে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় স্টোভ। বিজেপির (BJP) কটাক্ষ টোপ দিয়ে রক্তদান শিবিরে ডেকে এনে কাটমানির টাকায় স্টোভ দিয়েছে তৃণমূল (TMC)। শাসক শিবিরের পাল্টা দাবি, মূল্যবৃদ্ধির কারণে রান্নার গ্যাস কিনতে পারছেন না সাধারণ মানুষ। তাই স্টোভ বিলি করে তাঁদের চাপ লাঘব করার চেষ্টা করা হচ্ছে।