Buxa: বক্সার জঙ্গলে বাঘের আরও পায়ের ছাপ! ড্রোন দিয়ে শুরু তল্লাশি | Bangla News

Continues below advertisement

বক্সার জঙ্গলের (Buxa) ভিতরে বাঘের আরও পায়ের ছাপ। বাঘের খোঁজে ড্রোন দিয়ে তল্লাশি। সুরক্ষার জন্য আপাতত বন্ধই থাকছে জঙ্গল সাফারি। চার সমাজকর্মীকে বেআইনিভাবে গ্রেফতারের অভিযোগ। প্রতিবাদে বারুইপুর (Baruipur) জেলা পুলিশ সুপারের দফতরে ডেপুটেশন  দিল এপিডিআর (APDR)। ডেপুটেশনের পর তৎপর পুলিশ। ধৃতদের বারুইপুর আদালতে তোলা হয়। সেখানে তাদের শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর হয়। চিটফান্ড মামলায় জেলে রয়েছেন পুরপ্রশাসক প্রণব চট্টোপাধ্যায়। বর্ধমানের নতুন পুর প্রশাসক হলেন মমতাজ সঙ্ঘমিতা। আর এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি (BJP)। পাল্টা জবাব তৃণমূলের। ঐতিহ্যশালী পৌষমেলা হবে কি না তা নিয়ে সংশয়। তাই বিকল্প হিসেবে বোলপুর (Bolpur) ডাকবাংলো মাঠে পৌষমেলা করতে চলেছে বাংলা সংস্কৃতি মঞ্চ। মেলা করার জন্য জেলা পরিষদের কাছ থেকে অনুমতিও মিলেছে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram