By election live: উন্নয়নের পক্ষে সাধারণ মানুষ রায় দিয়েছে, বললেন জয়ী প্রার্থী সঙ্গীতা রায়

ABP Ananda Live: কোচবিহারে সিতাই বিধানসভায় ১ লক্ষ ৩০ হাজার ১৫৬ ভোটে জিতল তৃণমূল। সেখানে প্রার্থী ছিলেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার স্ত্রী সঙ্গীতা রায়।  ২০১৬ সালের পর থেকে সিতাই থেকে বার বার জয় পান বাসুনিয়া। ২০২৪ এর লোকসভা নির্বাচনে কোচবিহার আসনে তৃণমূল প্রার্থী হয়েছিলেন বাসুনিয়া। বিরাট জয় পেয়েছিলেন নিশীথ প্রামানিকের বিরুদ্ধে। তারপর এই আসন বিধায়র শূন্য হয়ে যায়। সেখান থেকেই বার ঘাসফুল চিহ্নে লড়েছিলেন সঙ্গীতা। তাঁর জন্য সারা কেন্দ্রে ঘরে ঘরে গিয়ে প্রচার চালিয়ে ছিলেন প্রাক্তন বিধায়ক , তাঁর স্বামী। ফলও মিলল। বিপুল ভোটে সিতাই জেতাল সঙ্গীতা রায়কে।   

এই সিতাই কেন্দ্রকে তৃণমূলের দুর্গ বলা চলে। কারণ লোকসভা নির্বাচনে নিশীথের হারের পেছনেও বিরাট ভূমিকা নিয়েছিল বাসুনিয়ার স্ট্রং গ্রাউন্ড সিতাই। শুধু সিতাই থেকেই বিরাট লিড পেয়েছিলেন বাসুনিয়া। তাই এবারও সিতাইয়ের মানুষকে ঘাসফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য আবেদন করতে দোরে দোরে ঘুরেছেন সেখানকার প্রাক্তন সাংসদ। তাই স্ত্রী সঙ্গীতার জয়ের পর তিনি বললেন, এই জয় তো প্রত্যাশিতই ছিল। 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola