BY Election News: নৈহাটিতে ভোট, পাশের ভাটপাড়ায় গুলি করে খুন ! | ABP Ananda LIVE
ABP Ananada LIVE:রাজ্যে ৬ কেন্দ্রে ভোটের সকালেই একই জেলায় ভাটপাড়ায় চলল গুলি। এক্কেবারে সাত সকালেই। গুলিতে নিহত হলেন তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি অশোক সাউ। চায়ের দোকানে ছিলেন ওই তৃণমূল নেতা। সেই দোকানে ঢুকেই গুলি চালায় বেপরোয়া দুষ্কৃতীরা। এলোপাথাড়ি বোমাও ছোড়ে দুষ্কৃতীরা। দোকানের জিনিসপত্র ছিন্নভিন্ন হয়ে যায়। নিহত নেতার পরিবারের অভিযোগ, গুলি চালিয়েছে তৃণমূলই। তাই প্রাথমিক ভাবে এই ঘটনাকে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব বলে মনে করা হচ্ছে।
নৈহাটিতে ভোট, পাশের ভাটপাড়ায় গুলি করে খুন! ভাটপাড়ায় তৃণমূলকর্মীকে গুলি করে খুন, একজন গ্রেফতার। জগদ্দল থানা এলাকা থেকেই এক অভিযুক্ত গ্রেফতার।
আরও খবর...
থ্রেট কালচারের অভিযুক্তদের বহিষ্কারের শাস্তি বদলে গেল মুচলেকায়! কল্যাণী মেডিক্যাল কলেজে থ্রেট কালচারে ৪০জন অভিযুক্ত। ৬ মাসের জন্য বহিষ্কারের বদলে মুচলেকা দিলে ছাড়ের সিদ্ধান্ত। অভিযুক্তদের বিরুদ্ধে কী পদক্ষেপ? সুপারিশ গেল স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে। 'ভবিষ্যতে আর হবে না বলে মুচলেকা দিতে হবে ছাত্র-অভিভাবকদের'। অভিযুক্তরা ছাত্র সংসদের নির্বাচনেও দাঁড়াতে পারবেন না বলে সিদ্ধান্ত। হস্টেলে কোনও বহিরাগত থাকতে পারবে না বলে কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত।