Bypoll Result: মানিকতলায় জয়ী তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে, হাত জোড় করে নমস্কার করলেন কল্যাণ চৌবেকে | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: মানিকতলায় জয়ী তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে, হাত জোড় করে নমস্কার করলেন কল্যাণ চৌবেকে ।
বিধানসভা উপনির্বাচনেও(WB By Election 2024) জয়ের ধারা অব্যাহত তৃণমূলের। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলা-চারটি আসনেই জয়ী হয়েছে জোড়াফুল শিবির। সবুজ আবির উড়িয়ে রাজ্যে জয় উদাপন করছেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। সেই আবহেই জয়ের জন্য বাংলার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মানুষের জন্যই এই জয় সম্ভব হয়েছে বলে জানালেন। (Mamata Banerjee)শনিবার বিধানসভা উপনির্বাচনেও তৃণমূল বিপুল ভোটে জয়ী হয়েছে। ব্যবধানের নিরিখে বিরোধী দলগুলি কার্যতই ধারেকাছে নেই। সেই নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এদিন বাংলার মানুষকে ধন্যবাদ জানান মমতা। তিনি বলেন, "চারটি আসনেই তৃণমূল জিতেছে। আগের বার বিজেপি-র জেতা তিনটি আসনেও জয়ী হয়েছে, নিজেদের একটি আসনও ধরে রেখেছি আমরা। এর জন্য বাংলার সমস্ত মানুষকে কৃতজ্ঞতা, সেলাম জানাই।"
সিঁথিতে প্রোমোটারের থেকে ৫ লক্ষ টাকা চেয়ে 'চাপ' সিঁথির 'বাহুবলী'র। গতকাল মধ্যরাতে প্রোমোটারের অফিসে ঢুকে তাণ্ডব। অফিসে ঢুকে চড়াও হয়ে প্রোমোটারকে বেধড়ক মারধরের অভিযোগ। প্রোমোটারের দাবি, মারধরে জড়িত মূল অভিযুক্তর অভিজিৎ মণ্ডল ওরফে রানা। হামলার সময় নিজেকে জয়ন্ত সিংহ এবং বিধায়ক অতীন ঘোষের লোক বলে পরিচয় দিয়েছিল রানা, দাবি আক্রান্ত প্রোমোটারের। ঘটনা সম্পর্কে জানা নেই, দাবি অতীন ঘোষের। জখম হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি প্রোমোটার। অফিস ঘর থেকে টাকা লুঠেরও অভিযোগ করছেন প্রোমোটার। মারধরের পর সিসি ক্যামেরা দেখে, তা ভেঙে দেওয়ার অভিযোগ। কাশীপুর থানায় এ নিয়ে অভিযোগ দায়ের হয়েছে। 'অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে আক্রান্তর সঙ্গে কথা বলা হয়েছে'। উপযুক্ত ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে, জানিয়েছে পুলিশ।