Cake Mixing Ceremony: কেক মিক্সিং সেরিমনিতে রুক্মিণী মৈত্র, সঙ্গে ছিলেন চিরঞ্জিৎ চক্রবর্তী

Continues below advertisement

ABP Ananda LIVE :রকমারি কেক, কফি, সসেজ সাজিয়ে সকাল শুরু। শীতের মরশুম এলে সেলিব্রেশন তো এমনই হওয়া চাই। সেই সেলিব্রেশনেই হাজির রুক্মিণী মৈত্র আর চিরঞ্জিৎ চক্রবর্তী।

আরও খবর...

নদিয়ার কৃষ্ণনগরে আত্মঘাতী BLO, উদ্ধার সুইসাইড নোট। SIR-এর কাজের চাপে আত্মহত্যা, দাবি সুইসাইড নোটে। বাড়িতে উদ্ধার BLO রিঙ্কু তরফদারের ঝুলন্ত দেহ। নদিয়ার চাপড়ার বাঙালঝির বাসিন্দা রিঙ্কু তরফদার । বাঙালঝি স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দিরের পার্শ্বশিক্ষক পদে কর্মরত ছিলেন রিঙ্কু। চাপড়া ২ পঞ্চায়েতের ২০১ নম্বর বুথের BLO ছিলেন। কৃষ্ণনগরের ষষ্ঠীতলায় ভাড়াবাড়িতে থাকতেন আত্মঘাতী BLO। 

শিয়ালদা-রানাঘাট মেন শাখায় কল্যাণীতে রেলগেট ভেঙে বিপত্তি। ৪২ নং রেলগেট ভেঙে বন্ধ যান চলাচল, দীর্ঘ যানজট । লেভেল ক্রসিং-এর গেট নামাতে গিয়ে ভেঙে যায় একটি গেট। দ্রুত মেরামতির কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ 

গতকাল ইডির ম্যারাথন তল্লাশি, উদ্ধার ৩ কোটি ১০ লক্ষ টাকা। বাজেয়াপ্ত ৬ কোটি টাকার গয়না, খবর ইডি সূত্রে। গতকাল সিলভার স্প্রিং আবাসনে কৃষ্ণমুরারী কয়ালের ফ্ল্যাটে উদ্ধার নগদ টাকা। টাকা উদ্ধার দুর্গাপুরের সিটি সেন্টারে কয়লা ব্যবসায়ী লোকেশ সিং-এর বাড়িতেও। টাকা-গয়নার পাশাপাশি প্রচুর নথি ও ডিজিটাল তথ্যপ্রমাণ বাজেয়াপ্ত: ইডি সূত্র। একজন ব্যবসায়ীর বাড়িতে এখনও চলছে তল্লাশি। কয়লা পাচারের তদন্তে গতকাল পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডের ৪৪ জায়গায় ED হানা 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola