ECI:'৪ ডিসেম্বর নয়, ২৫ নভেম্বরের মধ্যেই শেষ করতে হবে ডিজিটাইজেশন প্রক্রিয়া,' নির্দেশ কমিশনের : সূত্র
ABP Ananda LIVE : '৪ ডিসেম্বর নয়, ২৫ নভেম্বরের মধ্যেই শেষ করতে হবে ডিজিটাইজেশন প্রক্রিয়া।' রাজ্যের সমস্ত জেলাশাসককে এমনই নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশনে। খবর সূত্রের। অর্থাৎ, ডিজিটাইজেশনের সময়সীমা ৪ ডিসেম্বর হলেও, তার আগেই শেষ করতে বলা হয়েছে। SIR-নিয়ে জেলাশাসকদের কড়া নির্দেশ নির্বাচন কমিশনের, এমনই খবর সূত্রের। আরও বলা হয়েছে, আগে কাজ শেষ না হলে অন্যান্য কাজ শেষ করতে সমস্যা হবে। কমিশন মনে করছে, বিএলওদের বাড়তি চাপ রয়েছে। তা সত্ত্বেও কাজ শেষ করতে হবে। কমিশনের তরফে স্পষ্ট এও বলে দেওয়া হয়েছে যে, জেলাশাসকরাও স্ক্যানারে রয়েছেন। বিএলওরা ভাল কাজ করছেন। কিন্তু, এক শতাংশ বিএলও রাজনৈতিক চাপে পড়ে যাতে শাস্তির সম্মুখীন না হন, তা দেখতে হবে জেলাশাসকদের।
ব্রেন স্ট্রোক, সেরিব্রাল অ্য়াটাক, আচমকা অসুস্থ। প্রশিক্ষণ চলাকালীন হঠাৎ নথি-পত্র ফেলে কান্নাকাটি করছেন BLO-দের একাংশ। এর নেপথ্য়ে কী ? কাজের চাপ ? অসম্ভব মানসিক চাপ ? না কি দুইই ? BLO-রা বলছেন, SIR-এর কাজ করতে গিয়ে এক এক সময় এক একরকম সমস্য়ার সম্মুখীন হতে হচ্ছে।