Durga Puja। দুর্গাপুজোর অনুদান মামলায় দ্রুত শুনানির আর্জি মঞ্জুর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের
দুর্গাপুজোর অনুদান মামলায় দ্রুত শুনানির আর্জি মঞ্জুর করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, আগামী সপ্তাহেই শুনানি। আমি শুনেছি বেশি কয়েকটি ক্লাব অনুদান ফেরত দিয়েছে, মন্তব্য প্রধান বিচারপতির। দুর্গাপুজোয় রাজ্যের অনুদানের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা করেন দুর্গাপুরের বাসিন্দা সৌরভ দত্ত। সেই মামলা বিচারাধীন রয়েছে, এই বছর অনুদানের অঙ্ক বাড়ানোর পরে ফের নতুন করে আবেদন দাখিল করেন সৌরভ দত্ত। জনগণের করের টাকায় কেন পুজোয় অনুদান? প্রশ্ন তুলে দায়ের হয় মামলা। রাজ্য কোনও ধর্মীয় অনুষ্ঠানে এভাবে অনুদান দিতে পারে কিনা সে প্রশ্নও তোলা হয় মামলায়।
এই মুহূর্তের অন্যান্য গুরুত্বপূর্ণ খবর
ঘরে ঢুকে টাকা দিতে চেয়েছিলেন ডিসি নর্থI ঘিরে রেখেছিল তিন থেকে ৪০০ পুলিশ। জুনিয়র ডাক্তারদের প্রতিবাদে সামিল হয়ে বিস্ফোরক নিহত নির্যাতিতার বাবা।
সাদা কাগজে সই করানোর চেষ্টা করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। দেহ দাহ করতে প্রবল চাপ তৈরি করেছিল পুলিশ। চাঞ্চল্যকর দাবি পরিবারের। তড়িঘড়ি ময়নাতদন্ত নিয়েও প্রশ্ন।
সেমিনার রুম সংলগ্ন শৌচাগার ভাঙার সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের সম্মতিতেই। দেহ উদ্ধারের পরদিন PWD-কে লেখা সন্দীপ ঘোষের চিঠিতে উল্লেখ। সিদ্ধান্ত ছাড়া হয় হাসপাতাল কর্তৃপক্ষের উপরেই, দাবি স্বাস্থ্য ভবনের।
বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে পোস্টার কাকদ্বীপে। হাসপাতালে ঢুকতে দিতে নারাজ জুনিয়র ডাক্তাররা। পড়ল পোস্টার।
আর জি কর মেডিক্যালে টেন্ডার দুর্নীতিতে এবার সন্দীপ ঘোষের ব্যক্তিগত বাউন্সার আফসারের নাম। বেআইনি ভাবে আফসারের স্ত্রীর সংস্থাকে হাসপাতাল চত্বরে ক্যাফের বরাত। দাবি সিবিআইয়ের।