Abhijit Gangopadhyay : নির্ভয় হোন, ধেড়ে ইঁদুর বেরোবে, কমিশনের উদ্দেশ্য মন্তব্য বিচারপতির। Bangla News

Continues below advertisement

নবম-দশমে ১৮৩ ভুয়ো সুপারিশের তালিকা ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ করার নির্দেশ। কমিশনের ওয়েবসাইটে তালিকা প্রকাশের নির্দেশ  বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের। এঁদের মধ্যে কতজন, কোন স্কুলে কর্মরত তা জেলা স্কুল পরিদর্শকদের কাছে জানতে চাইবে কমিশন। ৩ দিনের মধ্যে কমিশনকে এ নিয়ে তথ্য জানাবেন জেলা স্কুল পরিদর্শকরা, নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। ১৪ ডিসেম্বরের মধ্যে পরবর্তী রিপোর্ট পেশ করবে এসএসসি। নির্ভয় হোন, ধেড়ে ইঁদুর বেরোবে, কমিশনকে উদ্দেশ্য মন্তব্য বিচারপতির। গাজিয়াবাদ থেকে বাজেয়াপ্ত হার্ডডিস্ক থেকে প্রাপ্ত ওএমআর শিটের নমুনা খতিয়ে দেখে আদালতকে রিপোর্ট দেবে সিবিআই। নির্দেশ বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের। সুবীরেশ ভট্টাচার্য মুখ খুলছেন না, বলে তিনি সিবিআইয়ের কাছে জানতে পেরেছেন বলে জানিয়েছেন বিচারপতি। প্রয়োজনে ওঁকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করা হোক, মুখ খুলতেই হবে, না হলে অকল্পনীয় নির্দেশ দেব, মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। দুপুর ৩টের সময় এসে জানান সুবীরেশ ভট্টাচার্য মুখ খুলছেন কি না, সিবিআইকে উদ্দেশ্য করে নির্দেশ বিচারপতির।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram